আমার স্বপ্ন ছিল —
একদিন এমন একটি জায়গা বানাবো যেখানে মানুষ নিশ্চিন্তে খেতে পারবে।
আমি একজন মা।
আমি একজন নিউট্রিশনিস্ট।
আমি একজন শেফ।
তাই খাবারের গুণগত মান নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করি না।

বাবা নেই —
কিন্তু আমার স্বপ্নের প্রতিটা পেছনে তাঁর ছবি আছে।
যে ছোট জায়গায় বাবা একদিন ব্যবসা শুরু করেছিলেন,
আজ সেই জায়গাতেই Flavorism।
Flavorism এখন শুধু রেস্টুরেন্ট না —
এটা আমার পরিবার, আমার দায়িত্ব, আমার ভালোবাসা।
- সম্প্রীতি তাবাসসুম


Copyright 2026. Flavorism. All Rights Reserved.